উইন্ডোজে খুব বেশী প্রোগ্রাম ইনস্টল করা হলে অনেকক্ষেত্রেই মেনু প্রদর্শিত হতে বেশী সময় নেয়।
আপনি চাইলেই স্টার্ট মেনুর এই মন্থরতাকে গতিশীল করতে পারেন । পদ্ধতিটি নিম্নরূপ-
১)Start menu > run > regedit > ok
২)Registry Editor ওপেন হবে ।
৩)HKEY_CURRENT_USER\Control Panel\Desktop এ নেভিগেট করুন ।
৪) এবার ডান প্যানেল হতে menushowdely আইটেমটির উপর ডাবল ক্লিক করুন ।
৫) এবার এর Value Data তে 400 এর পরিবর্তে 0 বসিয়ে ok বাটনে ক্লিক করুন ।
৬) Registry Editor ক্লোজ করুন ।
এবার খেয়াল করুন স্টার্ট মেনুর গতি ।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment