বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স সামগ্রী যেমন ঘড়ি, খেলনা, ক্যাকুলেটর, টর্চলাইট, চার্জারলাইট, টেপ রেকর্ডার ইত্যাদিতে বহু ধরনের ব্যাটারি ব্যবহৃত হয়। ঐ ব্যাটারিগুলোর মধ্যে কয়েকটির নাম সবার জানা আছে। যেমন-
* ভোল্টার বিদ্যুৎ কোষ
* ফুয়েল সেল ব্যাটারি
* কার্বন ব্যাটারি
* ড্রাইসেল ব্যাটারি
* ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি প্রভৃতি।
এসব বিভিন্ন ধরনের ব্যাটারি থাকা সত্ত্বেও মোবাইল তৈরিকারি কোম্পানীগুলো এগুলো ব্যবহার না করে তারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে। পৃথিবীতে এ পর্যন্ত যত ব্যাটারি আবিষ্কৃত হয়েছে তাদের মধ্যে ব্যবহৃত সবচেয়ে ভারি ধাতব পদার্থ হলো পারদ আর হালকা হলো লিথিয়াম । এজন্য মোবাইল তৈরিকারি কোম্পনীগুলো মোবাইল হালকা ও সহজ বহনযোগ্য করার লক্ষ্যে এতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে। আর লিথিয়াম ব্যাটারিগুলোতে চার্জ বেশি সময় থাকার পাশাপাশি মোবাইলের ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
——————————– সকলকে ধন্যবাদ——————————-
Posted by-
Ruhul Amin
কম্পিউটার টিপস
ইলেক্ট্রনিক্স
0 মন্তব্য(সমূহ):
Post a Comment