বিশ্ববিখ্যাত এ্যালাক্সা র্যাংকিং অনুসারে সংবাদ ভিত্তিক বাংলাদেশী ১০টি সেরা অনলাইন প্রকাশনা (১৪ ডিসেম্বর ২০০৯ তারিখের রিপোর্ট অনুযায়ী)
১। বিডিনিউজ [ http://www.bdnews24.com/bangla ] বিশ্ব র্যাংকিং : ৪,১৫৭
২। নিউজ ভিশন [ http://www.newsvision.com.bd ] বিশ্ব র্যাংকিং : ১,৮১,২২৪
৩। নোয়াখালী ওয়েব [ http://www.noakhaliweb.com.bd ] বিশ্ব র্যাংকিং : ২,০৩,৬৮৭
৪। শীর্ষ নিউজ [ http://www.sheershanews.com ] বিশ্ব র্যাংকিং : ৩,০১,৯০৮
৫। ইউকে বিডি নিউজ [ http://www.ukbdnews.com ] বিশ্ব র্যাংকিং : ৩,৮২,২৩৩
৬। ফোকাস বাংলা নিউজ [ http://www.focusbangla.com ] বিশ্ব র্যাংকিং : ৪,২৮,৩৭১
৭। বাসস নিউজ [ http://www.bssnews.net/bangla ] বিশ্ব র্যাংকিং : ৫,৮৮,৯১৭
৮। আমাদের মিডিয়া [ http://www.amadermedia.com ] বিশ্ব র্যাংকিং : ৬,১৩,০৫১
৯। রেডডটাইমসবিডি [ http://www.redtimesbd.com ] বিশ্ব র্যাংকিং : ৬,৪৭,৪৪৭
১০। সোনালী সকাল [ http://www.sonalisakal.com ] বিশ্ব র্যাংকিং : ৯,৭৬,১৫২
শীর্ষ ১০টি অনলাইন সংবাদপত্রের তালিকায় বরাবরের মত প্রথম স্থানে রয়েছে বিডিনিউজ। দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজ ভিশন সেজায়গায় দীর্ঘদিন দ্বিতীয় থাকা নোয়াখালী ওয়েব এর অবস্থান এখন তৃতীয়। তালিকায় নতুন আসা শীর্ষ নিউজ জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে এবং রেডটাইমবিডি এর অবস্থান নবম। এছাড়া ভালো অবস্থানে উঠে এসেছে ইউকে বিডিনিউজ যার অবস্থান পঞ্চম। উল্লেখ্য কোন দৈনিক পত্রিকার ওয়েবসাইটকে এ রিপোর্টের আওতায় আনা হয় নাই।
Posted by-
Ruhul Amin
কম্পিউটার টিপস
প্রতিবেদন
0 মন্তব্য(সমূহ):
Post a Comment