যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাদের জন্য খুবই চমকার একটা এক্সটেনশন হলো Pearl Crescent Page Saver । এটি দিয়ে ফ্লাশ কনটেন্টসহ যেকোন ওয়েবপেজের সম্পূর্ন ছবি তুলতে পারবেন। এই ওয়েবপেজের ছবিটি হবে PNG or JPEG format এর।
Pearl Crescent Page Saver ইনস্টল করার পদ্ধতি:
- প্রথমে নিচের লিংকে যান।
- এরপর Install Page Server Basic এ ক্লিক করুন।
- অত:পর মজিলা এডঅনে ইনস্টল করে ইহা রিস্টার্ট করুন।
ব্যবহার করার পদ্ধতি:
মজিলা রিস্টার্ট হলে সবার উপরে ডানদিকে একটি ক্যামেরা দেখতে পাবেন। এই ক্যামেরায় ক্লিক করে আপনার প্রয়োজনীয় ওয়েবপেজের ছবি তুলুন। আর হ্যাঁ, এর সেটিং-এর বিভিন্ন অপশন পরিবর্তন করে ছবি রিসাইজ করা যাবে।(সকলকে অসংখ্য ধন্যবাদ)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment