MSN Messengerটি যেভাবে আন-ইনস্টল করবেন

MSN Messengerটি স্বাভাবিকভাবে আন-ইনস্টল করা সম্ভব না এবং আপনি একে আন-ইনস্টল করতে চাচ্ছেন । চিন্তার কিছু নেই । জানিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন ।নিচের ধাপগুলো অনুসরন করুন :

১) C-Drive এ প্রবেশ করুন ।
২) এরপর windows > inf > sysoc এ প্রবেশ করুন ।
 MSN Messenger টি আন ইনস্টল করবেন যেভাবে !! | Techtunes

৩) sysoc-Notepad ওপেন করে । msmsgs=msgrocm.dll,OcEntry,msmsgs.inf,hide,7 লেখাটি খুঁজে বের করুন এবং লাইনটি হতে hide শব্দটি মুছে দিয়ে ফাইলটি সেভ করুন ।
৪) যথাযথ পরিবর্তন শেষে আপনি Add/Remove Windows components লিস্টে MSN Messenger টি তালিকায় দেখতে পাবেন ।

সুতরাং আপনার প্রয়োজনমত যেকোন সময় আপনি একে আন-ইনস্টল বা Remove করতে পারবেন ।
অথবা

আপনি windows > inf > sysoc থেকে যান
অথবা Run গিয়ে infতে যান ।
যেভাবেই প্রবেশ করুন না কেন আপনাকে একটু কষ্ট করে sysoc খুঁজে বের করতে হবে ।
আপনি আরেকটি কাজ করতে পারেন যা নিম্নরুপ–
১) Run গিয়ে C:\WINDOWS\inf লিখে ওকে চাপুন ।
২) এখানে যে windowsটি ওপেন হবে তার Address Bar এ sysoc টাইপ করে এন্টার চাপুন ।
এর ফলে সরাসরি sysoc-Notepad ওপেন হবে ।
৩) তারপর বাকি কাজ ধারাবাহিকভাবে করুন ।

(সকলকে ধন্যবাদ)







0 মন্তব্য(সমূহ):

Post a Comment