মজিলা ক্যামেরা দিয়ে সম্পূর্ন ওয়েবপেজের ছবি তুলুন (অতিসহজ)

 
যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাদের জন্য খুবই চমকার একটা এক্সটেনশন হলো Pearl Crescent Page Saver এটি দিয়ে ফ্লাশ কনটেন্টসহ যেকোন ওয়েবপেজের সম্পূর্ন ছবি তুলতে পারবেন। এই ওয়েবপেজের ছবিটি হবে PNG or JPEG format এর।

Pearl Crescent Page Saver ইনস্টল করার পদ্ধতি:

  • প্রথমে নিচের লিংকে যান।

  • এরপর Install Page Server Basic এ ক্লিক করুন।

  • অত:পর মজিলা এডঅনে ইনস্টল করে ইহা রিস্টার্ট করুন।

ব্যবহার করার পদ্ধতি:

মজিলা রিস্টার্ট হলে সবার উপরে ডানদিকে একটি ক্যামেরা দেখতে পাবেন। এই ক্যামেরায় ক্লিক করে আপনার প্রয়োজনীয় ওয়েবপেজের ছবি তুলুন। আর হ্যাঁ, এর সেটিং-এর বিভিন্ন অপশন পরিবর্তন করে ছবি রিসাইজ করা যাবে।
 
(সকলকে অসংখ্য ধন্যবাদ)

0 মন্তব্য(সমূহ):

Post a Comment