আজ বাংলা ব্লগ দিবস

ইন্টারনেটে বাংলা ভাষায় ব্লগ লেখার চর্চাকে আরও ব্যাপক করতে এবং পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলা ব্লগসাইট সাম হোয়্যার ইন ব্লগ ‘বাঁধ ভাঙার আওয়াজ’-এর উদ্যোগে ব্লগারদের (যাঁরা ব্লগ লেখেন) মতামতের ভিত্তিতে ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বিকেল পাঁচটায় এক চা-চক্রের মাধ্যমে এ দিবস পালন করা হবে।
বাংলা ব্লগ দিবস পালন সম্পর্কে সামহোয়্যারের হেড অব অ্যালায়েন্স সৈয়দা গুলশান ফেরদৌস গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, ২০০৫ সালের ১৫ ডিসেম্বর সামহোয়্যার ইন ব্লগের সাইটে প্রথম বাংলা লেখা প্রকাশ পায়। পরের দিন ১৬ ডিসেম্বর থেকে ইন্টারনেটে বাংলা ব্লগসাইট হিসেবে সামহোয়্যার ইন ব্লগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এখন ১৩৬টি দেশ থেকে বাংলায় ব্লগ চর্চা হচ্ছে। বাংলায় ব্লগ চর্চাকে আরও সুসংহত করতে একটা দিন পালন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, যেহেতু ডিসেম্বর মাসে ইন্টারনেটে বাংলা ব্লগসাইটের যাত্রা শুরু হয়েছিল, তাই বিজয়ের এ মাসের একটি দিনকে বাংলা ব্লগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। ব্লগারদের মতামতের ভিত্তিতে ১৯ ডিসেম্বরকে এই দিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
গুলশানে সামহোয়্যার ইনের অফিসে আজ চা-চক্রের আয়োজন করা হয়েছে। এতে বাংলায় যাঁরা ব্লগ লেখেন তাঁরা অংশ নিতে পারবেন। 

0 মন্তব্য(সমূহ):

Post a Comment