Posted by-
Ruhul Amin
মন্তব্য(সমূহ) (0)
আসসালামু আলাইকুম, সকল টিউনার ও ভিজিটর আপনারা নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহতে ভালই আছেন। প্রযুক্তি প্রেমীদের একটা চরম নেশা থাকে আর তাহা হল প্রযুক্তি সম্পর্কে কিছু জানা এবং কি জানান। আর এই পিপাসা মেটাতে সকলের সর্বাধিক প্রচেষ্টা রয়েছে । একই সাথে সাথে টিউনার ও ভিজিটরা টিউন/কমেন্ট করার মাধ্যমে কোন কিছু না পাওয়ার আশায় তারা নিজেকে বিলিয়ে দেয়। মোট কথা হল এখানে সবাই আন্তরিক। এই আন্তরিকতা প্রকাশকদের নাম বলে শেষ করা অসম্ভব।
যাইহোক আজ আমি যে বিষয়টি উপস্থাপন করব তাহা হল এক্সপির একটা বিরক্তিকর মেসেজ সম্পর্কে । মেসেজটি হল Your computer might be at risk
এই মেসেজটি কারো কাছেই ভাল লাগে না। এই মেসেজটি হল উইন্ডোজের সিকিউরিটি সেন্টারের মেসেজ। এই মেসেজটি দুটি কারনে দেখায়। ক) এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করা না হলে, খ) অটোআপডেট বন্ধ করে দিলে।
প্রথমত আপনি যথন অপারেটিং সিস্টেম এক্সপি সেটআপ দেন তখন এন্টিভাইরাস সেটআপ করে অথবা না করে উইন্ডোজ সিকিউরিটি সেন্টার হতে I have an antivirus program that I`ll monitor myself. এ টিক চিহ্ন দিয়ে ঐ বিরক্তিকর মেসেজটি দুর করেন। কিন্তু আপনি যখন উইন্ডোজের অটোআপডেট বন্ধ করে দেন সাথে সাথে সেই মেসেজটি হাজির । কিছুতেই দুর করা সম্ভব হচ্ছেনা। কি বিরক্তিকর মেসেজ !!! শুধু টেনশন আর টেনশন। এইবার আর টেনশন করবেননা । এ্যাকশন নেওয়ার জন্য হাজির হলাম নোটিফিকেশন কিলার সাথে নিয়ে। এটি নিচের লিংক হতে ডাউনলোড করুন।
ডাউনলোড শেষে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করে ইয়েজ করুন। আর প্রশান্তিতে বিরক্তিকর মেসেজবিহীন আপনার প্রিয় অপারেটিং সিস্টেম এক্সপি চালান।
কম্পিউটার টিপস
টিপস এন্ড ট্রিকস