ব্রাউজার হিসাবে আমরা অনেকেই ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ওপেরা, গুগুলক্রোম প্রভৃতি ব্যবহার করি। এসব ব্রাউজারগুলো সবই ভালো। তবে গতি দ্রুতি সকলের এক নয়। কোনটার লোডিং টাইম অনেক বেশী। আর আমাদের দেশের নেট স্পীডের নাজেহাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সবচেয়ে ভালো ব্রাউজারটি বেছে নেই। একেক জনের কাছে একেকটা ভালো মনে হয়। আমি প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতাম। তারপর দেখি এর অবস্থা ভালো নয়। এরপর শুরু করি ওপেরা, গুগুলক্রোম এবং ফায়ারফক্স। তবে কমেটবার্ডের মত এত চমকার ব্রাউজার আর দেখিনি। এর প্রি-লোডিং স্পীড অনেক বেশী। দেখতে হুবুহু ফায়ারফক্সের মতই। ফায়ারফক্সের সকল এডঅন এতে ইনস্টল করা যায়। আপনার নেট স্পীড যদি স্লো হয় , আর বিভিন্ন ব্রাউজার ট্রাই করে এখন হতাশ। এই হতাশার অবসান ঘটাতে পারে এই ব্রাউজারটি দ্বারা। একটু ট্রাই করে দেখুন। কমেডবার্ডের আপডেট ভার্শনটি হলো ৩.৬.৬ যা আরো বেশী শক্তিশালী। এই ব্রাউজারটি একবার ব্যবহার করলে , আপনার আস্থা এটিতেই পরে থাকবে । যাইহোক এতক্ষণ অনেক বকবক করলাম এবার নিজেই এটির পারফরমেন্স খুঁজুন। নিচের লিংক হতে এটি ডাউনলোড করুন একদম ফ্রীতে।
কমেটবার্ডের বিভিন্ন প্রোপার্টিজসমূহ:
a) Online Bookmark Manager
b) Bookmaks Synchronizer
c) Online Video Download
d) Download Manager
e) Integrated Web Search
f) Tabs
g) Smart Location Bar
h) Add-ons Manager
i) Word Translator
j) CometMarks Notes
k) Coloured Tabs
আরো অনেক অনেক কিছু। ব্যবহারের পরেই টের পাবেন ব্রাউজার কাকে বলে বা কেমন হওয়া উচিৎ।
আর হ্যাঁ, কমেটবার্ডে আইডিএম সরাসরি ইনস্টল হয় না কিন্তু। কমেটবার্ডে আইডিএম এ্যাকটিভ করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়।
a) কমেটবার্ড সেটআপ দেওয়ার পর আইডি্এম সেটআপ দিন।
b) নেট কানেকশন থাকা অবস্থায় কমেটবার্ড ওপেন করুন।
c) কমেটবার্ডের Tools > Add-ons > Get Add-ons এ যান।
d) Search all Add onsএ IDM CC লিখে এন্টার দিন এবং ইনস্টল করুন।
সর্টবোনাস:
বাংলা টাইপিং এর জন্য যারা অভ্র ব্যবহার করেন, তারা অনেকেই বাংলা বা ইংলিশের জন্য কিবোর্ড সেটিং চেঞ্জ করে থাকেন মাউসের মাধ্যমে। আপনি জানেন কি কিবোর্ডের শুধুমাত্র F12 চাপলেই এই কাজটি করা যায়। হ্যাঁ, F12 চাপলেই একবার বাংলা আরেকবার ইংলিশ সিলেক্ট হবে। অভ্র সফটওয়ারের পোর্টএবল ভার্শনের ডাউনলোড লিংক—-দারুন একটা ইসলামিক সঙ্গীত ডাউনলোড করুন:
আমরা সকলেই আমাদের বিশ্বনবী(সাঃ)কে অনেক বেশী ভালোবাসি। আমদের সকলেরই নবীজির আদর্শকে মানা উচিৎ । আমরা রাসুলের উম্মত হিসাবে কি করতে পারলাম। রাসুলের শানে একটি ইসলামিক সঙ্গীত আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি এটি ডাউনলোড করে শুনতে পারেন। আশা করছি, আপনার কাছেও এটি ভালো লাগবে। এটি আপনার ধ্যান-ধারণাকে পরিবর্তন করে দেবে। সকলের কাছে আমার একটা অনুরোধ এই ইসলামিক সঙ্গীতটি শুনুন আর একটু ভাবুন। নিচের লিংক হতে এটা ডাউনলোড করুন——————