আমরা অনেকেই বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ব্যবহার করি। অনেকের পছন্দের সাথে আমার পছন্দটি নাও মিলতে পারে। আমি নিজেও অনেক এন্টিভাইরাস ব্যবহার করিছি। সেগুলো হল ম্যাকাফি, ক্যাস্পারস্কি, এভাস্ট, আভিরা, এভিজি……। বর্তমানে ESET Smart Security ব্যবহার করছি। এটি অত্যন্ত এক্টিভিটেড এন্টিভাইরাস। যাদের পিসির কনফিগারেশন সবল নয়, এন্টিভাইরাস ইনস্টল করলে কম্পিউটার স্লো হয়ে যায় অথবা ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করতে ইচ্ছুক তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। এটি খুবই শক্তিশালী এন্টিভাইরাস। যারা ব্যবহার করেছেন তারা এর কেরামতি ভাল করেই জানেন। এই এন্টিভাইরাসটি ডাউনলোড করতে হলে অবশ্যই এর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। নিচে ESET Smart Security এর ফিচারসমূহ এক নজরে দেখে নিন।
Posted by-
Ruhul Amin
মন্তব্য(সমূহ) (0)
আমরা অনেকেই বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ব্যবহার করি। অনেকের পছন্দের সাথে আমার পছন্দটি নাও মিলতে পারে। আমি নিজেও অনেক এন্টিভাইরাস ব্যবহার করিছি। সেগুলো হল ম্যাকাফি, ক্যাস্পারস্কি, এভাস্ট, আভিরা, এভিজি……। বর্তমানে ESET Smart Security ব্যবহার করছি। এটি অত্যন্ত এক্টিভিটেড এন্টিভাইরাস। যাদের পিসির কনফিগারেশন সবল নয়, এন্টিভাইরাস ইনস্টল করলে কম্পিউটার স্লো হয়ে যায় অথবা ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করতে ইচ্ছুক তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। এটি খুবই শক্তিশালী এন্টিভাইরাস। যারা ব্যবহার করেছেন তারা এর কেরামতি ভাল করেই জানেন। এই এন্টিভাইরাসটি ডাউনলোড করতে হলে অবশ্যই এর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। নিচে ESET Smart Security এর ফিচারসমূহ এক নজরে দেখে নিন।
কম্পিউটার টিপস
সফটওয়্যার
Posted by-
Ruhul Amin
মন্তব্য(সমূহ) (1)
আমাদের বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন প্রয়োজনে স্ক্যান করার দরকার হয়। আর স্ক্যান করার ক্ষেত্রে আমরা কালার অথবা সাদা কালো স্ক্যানার ব্যবহার করি। যারা সাদা কালো স্ক্যানার ব্যবহার করেন, তাদের সমস্যাটা একটু বেশী আবার কালার স্ক্যানার ব্যবহারকারিদের ভোগান্তিও কম নয়। আমি কালার এবং ননকালার স্ক্যানার ব্যবহার করি। আমি এরকম সমস্যায় পড়েছিলাম এবং একটা সমাধানও খুঁজে পেয়েছি। তাই এই নরমাল সমাধানটা সবার সাথে শেয়ার করলাম। এর মাধ্যমে কেউ না কেউ উপকৃত হতেও পারে। এবার মুল কথায় আসি।
আপনার একটা ডকুমেন্ট স্ক্যান করা দরকার এবং ডকুমেন্টটি সাদা কালো আর স্ক্যানারটিও সাদা কালো। কিন্তু আপনাকে কাজ এটির মাধ্যমেই সারতে হবে। এই অবস্থায় ফটোশপে আপনি jpeg ফরমেট করতে পারছেন না। তাহলে উপায় কি?? এই ক্ষেত্রে আমি যা করি তাই ব্যক্ত করছি।
১) ফটোশপে স্ক্যানকৃত আপনার ডকুমেন্টটি PNG ফরমেটে ফরমেট করুন।
২) PNG এর এই ফাইলটিতে মাউসের ডান বাটন ক্লিক করে open with এর মাধ্যমে paint এ open করুন।
৩) এখান হতে আপনার ডকুমেন্টটি jpeg ফরমেটে Save As করুন।
৪) এই ডকুমেন্টটি ফটোশপে কাজ করতে পারবেন jpeg ফরমেটে।
আবার ধরুন আপনার একটা কালার স্ক্যানার আছে বা এটিতে আপনার কিছু কাজ করতে হবে। কিন্তু ডকুমেন্টটি সাদা কালো । এক্ষেত্রে কালার অপশনে স্ক্যান করলে ডকুমেন্ট ঘোলা হতে পারে। তাই এক্ষেত্রে ডকুমেন্টটি Black and white এ করতে হয়। আর Black and white এ স্ক্যান করলে আপনি jpeg ফরমেটটি পাচ্ছেন না। সুতরাং উপরোক্ত পদ্ধতি অবলম্বন করে আপনি উক্ত কাজটি সফল করতে পারেন।
কম্পিউটার টিপস
টিপস এন্ড ট্রিকস
Posted by-
Ruhul Amin
মন্তব্য(সমূহ) (0)
ডাউনলোডের ক্ষেত্রে আইডিএম এর কথা কে না জানে। এটি সবার কাছে জনপ্রিয়। এটি নিয়ে আমি আগেও কয়েকটি টিউন করেছিলাম। এটি ৩০ দিনের জন্য ট্রায়েল হিসেবে পাওয়া যায়। তাই এটি ব্যবহার করতে অনেকেই বিভিন্ন ধরনের ক্রাক ফাইল ব্যবহার করেন । কিন্তু এই ক্রাক ফাইল যদিও কোন ভাইরাস নয় তবুও কিছু কিছু এন্টিভাইরাস উহাকে ভাইরাস হিসেবে সনাক্ত করে। আবার ক্রাক করলেও ফ্যাক সিরিয়াল দেখায়। নানান সমস্যায় পড়তে হয় এটি নিয়ে। তাই নিয়ে আর যেন ঝামেলা পোহাতে না হয় সেজন্যই এটির Silent Installer নিয়ে হাজির হলাম। এটি ইনস্টল করার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনার পিসিতে কোন সফটওয়ার্ ইনস্টল করেছেন। এটি হল ফুল ভার্শন আর আগে হতেই ক্রাক করা তাই আপনাকে কখনই ক্রাক করতে হবে না। ইনস্টল করতে এটিতে কেবলমাত্র ক্লিক করলেই হবে। নিচের লিংক হতে এটি ডাউনলোড করুন। আর ঝামেলামুক্ত ব্যবহার করুন। নো টেনশন ডু ডাউনলোড …
বোনাস
ইউএসবি সিকিউরিটির জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়ার ব্যবহার করি। এর মধ্যে ইউএসবি ডিস্ক সিকিউরিটির কথা সবাই ভাল বলে। আর আমি বলি এটির চেয়ে ভাল হল ইউএসবি থ্রেড। আপনিও একবার ট্রাই করে দেখুন আর তুলনা করুন। এটি পোর্টএবল তাই ইনস্টলের দরকার নেই । নিচের লিংক হতে এটি ডাউনলোড করুন….
কম্পিউটার টিপস
সফটওয়্যার
Posted by-
Ruhul Amin
মন্তব্য(সমূহ) (0)
&
আমারা বিভিন্ন জন বিভিন্ন রকম মেসেঞ্জার ব্যবহার করি। এই সকল মেসেঞ্জারের মধ্যে ইয়াহু মেসেঞ্জার, নিমবাজ, ডিগসবি, পিজিন প্রভৃতি অনেকের কাছেই জনপ্রিয়। মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জার হিসেবে নিমবাজ, ডিগসবি আর পিজিনই সকলেই ব্যবহার করে থাকে। ইয়াহু মেসেঞ্জার মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জার নয়। এটি দিয়ে কেবলমাত্র ইয়াহুতে চ্যাট করা যায়। অনেক আগে আমার একটা ইচ্ছা ছিল ইয়াহু মেসেঞ্জারের এমন একটি প্লাগইন খুঁজে বের করবো যেটি দিয়ে ফেসবুকে চ্যাট করা যাবে। কিন্তু আর সম্ভব হল না। বর্তমানে ইয়াহুর নতুন ভার্শন Yahoo! Messenger 11.0.0.1751 Beta বের হল । এটিতে ফেসবুক প্রটোকল যুক্ত করা হল। আমার খুঁজাখুঁজির অবসান ঘটলো। নতুন ভার্শনটি ডাউনলোড করে সেটআপ দিলাম আর পেয়ে গেলাম Link to Facebook অপশনটি । এখানে প্রবেশ করে সবকিছু ওকে করাতেই লগইন হয়ে গেলাম ফেসবুকে।
অনেকেই বলবেন আমি নিমবাজ/ডিগসবি/পিজিন ব্যবহার করি। এগুলো আমিও ব্যবহার করেছি কিন্তু শেষ ইয়াহুতে ফিরে এলাম। পিজিনে বাংলা সাপোর্ট করে না। নিমবাজ/ ডিগসবিতে বাংলা সাপোর্ট করলেও এদের সকলের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম থাকে। আসলে মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জারে একটু প্রবলেম হওয়াটা স্বাভাবিক। এ সকল মেসেঞ্জার হতে ফ্রেন্ড লিস্টের আইডল আবস্থা ধরা যায় না, কোন কোন ফ্রেন্ডকে লিস্টে পাওয়া যায় না যদিও তারা ফেসবুকে ঠিকই আছে। মাঝে মাঝে অফলাইন অনলাইন প্রবলেম দেখায়। যাইহোক ইয়াহুতে ফেসবুক সংযুক্ত হওয়ায় আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে নিচের লিংক হতে ইয়াহু নতুন ভার্শনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
কম্পিউটার টিপস
টিপস এন্ড ট্রিকস